হাওজা নিউজ এজেন্সি: রবিবার (১১ মে) সংসদের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ীর সাম্প্রতিক বার্তায় (ইরানের ধর্মীয় নগরী) কোমের হাওযায়ে ইলমিয়ার শতবর্ষপূর্তি উপলক্ষে যে ‘বালাগে মোবিন’–এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, তা শুধু ধর্মপ্রচার নয়, বরং সমাজের সর্বস্তরে ধর্মের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান।
তিনি বলেন, “এই বার্তার কেন্দ্রীয় ধারণা হলো—ধর্মের কোনো দিক যেন অবহেলিত না হয় এবং তা সমাজে বাস্তব জীবনে কার্যকরভাবে প্রতিফলিত হয়।”
কলিবফ সকল আলেম, গবেষক ও শিক্ষিত সমাজকে এই বার্তার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির আহ্বান জানান এবং বলেন, ধর্মের কার্যক্ষমতা প্রতিষ্ঠার জন্য হাওযাগুলোকে আরও সক্রিয় ও আধুনিক ভূমিকা রাখতে হবে।
আপনার কমেন্ট